Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দৌলতপুর: জাতীয় কবির স্মৃতি বিজড়িত একটি স্থান
স্থান

বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর

কিভাবে যাওয়া যায়

কুমিল্লা সদর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে, কোম্পানীগঞ্জ বাজার থেকে উত্তর দিকে প্রায় ৭ কিলোমিটার গেলে বাঙ্গরা পূর্ব ইউনিয়নে এই দৌলতপুর অবস্থিত। পুরো রাস্তাটি পাকা বিধায় যাতায়াত অত্যন্ত সহজ।

যোগাযোগ

0

বিস্তারিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে কবি রচনা করেছিলেন অনেক কবিতা ও গান। নজরুল পাঁচবার কুমিল্লায় এসেছিলেন। ১৯২১ সালের এপ্রিলের মাঝামাঝি থেকে প্রায় তিন মাস তিনি দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে ছিলেন। খান সাহেবের ভাগ্নি নার্গিসের সঙ্গে তাঁর সখ্যতা হয়েছিল। এই সখ্যতা পরে পরিণয়ের রূপ নেয়।

দৌলতপুরে কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান যেমন কবি যে পুকুরে সাঁতার কাটতেন সেই পুকুর, আমতলা, তাঁর বাসর ঘর ও বাসর খাট, ঐতিহাসিক খান বাড়ি ইত্যাদি সুরক্ষার জন্য সরকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

প্রতিবছর সরকারী উদ্যোগে কবির জন্মজয়ন্তী পালন করার নিমিত্ত এ গ্রামে নজরুল মঞ্চ স্থাপন করা হয়েছে।

কবির স্মৃতি বিজড়িত স্থানসমূহ দর্শন করার জন্য দৌলতপুর গ্রামে প্রত্যহই জনসমাগম ঘটে থাকে।