মুরাদনগর একটি প্রাচীন ত্ত ঐতিহ্যবাহী জনপদ। ২২টি ইউিনয়ন নিয়ে গঠিত এ উপজেলাটি দেশের সর্ববৃহত উপজেলাগুলোর মধ্যে একটি। সাহিত্য সংস্কৃতি ত্ত রাজনীতিতে এ উপজেলা প্রাগসর ভূমিকা পালন করে থাকে। এ উপজেলায় দেশ বিখ্যাত রাজনীতিবিদ হলেন ১। জনাব আবুল হাশেম, সাবেক এমএনএ। ২। জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, বর্তমান সংসদ সদস্য, যিনি একজন সফল ব্যবসায়ী এবং ব্যবসাযী সমাজের দিকপাল। ৩। জনাব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সাবেক ধর্ম মন্ত্রী ত্ত ৫ বারের সংসদ সদস্য। ৪। জনাব ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, যিনি আইনজীবি হিসাবে সমধিক পরিচিত। ৫। জনাব জাহাংগীর আলম সরকার, যিনি বাংলাদেশ আত্তয়ামীলীগ কুমিল্লা উ: জেলা শাখার সাধারন সম্পাদক এবং তুখোড় নেতা।
এ উপজেলার সফল ধনাঢ্য ব্যবসায়ীর সংখ্যা অনেক যারা সামাজিক দায়িত্বের অংশ হিসেবে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছেন। এদের অনেকেই উপজেলায় অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা ত্ত এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। মুরাদনগর উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ত্ত মাদ্রাসার সংখ্যা অনেক উপজেলার চেয়ে বেশী। গোমতী, আরচি ত্ত তিতাস বিধেৌত মুরাদনগর উপজেলাটি মেঘনা অববাহিকার অপেক্ষাকৃত নিচু এলাকায় অবস্থিত। এর যোগাযোগ নের্টোয়াক যথেষ্ট সুবিস্তৃত। মানুষ জন অতিথি পরায়ন এবং সামাজিক সংহতি প্রশংসনীয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস